আমাদের গ্রুপে সাবস্ক্রাইবার হতে কেউ যদি আগ্রহী থাকেন তাহলে নিচের পয়েন্ট গুলো অত্যন্ত মনোযোগের সাথে পড়ুন
– সাবস্ক্রাইবার নেওয়ার একটি অন্যতম মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের উদ্যোক্তাদের তথ্য নিয়ে একটি ডাটাবেজ তৈরি করা
– এবং এই ডাটাবেজ তৈরি করা এই সময় অত্যন্ত জরুরি হয়ে পড়েছে কারণ
।। বিভিন্ন প্রিন্ট এবং টিভি মিডিয়া আমাদের কাছে আপনাদের সম্পর্কে জানতে চায় আপনাদের বিভিন্ন খবর ছাপার জন্য বা অনুষ্ঠান করার জন্য
।। বিভিন্ন মন্ত্রনালয় প্রাইঃশ আমাদের কাছে আমাদের গ্রুপ সম্পর্কিত বিভিন্ন তথ্য-উপাত্ত জানতে চায়
।। সাম্প্রতিক সময়ে অনেকগুলো ব্যাংক আমার সাথে যোগাযোগ করেছে আমাদের গ্রুপের উদ্যোক্তাদের প্রতি আগ্রহ প্রকাশ করে
।। বিভিন্ন টেলিকম কোম্পানি ও তাদের অফার নিয়ে আসতে চায়
।। আইসিটি মিনিস্ট্রির একটি প্রোগ্রাম চালিত একটি মার্কেটপ্লেস (অনলাইন শপ) আমাদের উদ্যোক্তাদের বিনামূল্যে অন্তর্ভুক্ত করতে চায়
।। ইউএনডিপি সহায়তায় গড়ে ওঠা আরেকটি ই-কমার্স মার্কেটপ্লেস উই নামে একটি আলাদা কর্নার রাখবে উই উদ্যোক্তাদের জন্য, উভয়ই মার্কেটপ্লেসই আমাদের সাথে এগ্রিমেন্ট সম্পন্ন করেছে।
।। এটুআই (আইসিটি মন্ত্রনালয়ের একটি অংশ) উই উদ্যোক্তাদের ভেতর থেকে ব্যাচ তৈরি করে আপনাদের ১। ট্রেড লাইসেন্স ২ । ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ৩। ভ্যাট এবং TIN সার্টিফিকেটগুলো তৈরিতে যে প্রক্রিয়া আছে তা আপনার হয়ে করে দিবে, এক্ষেত্রে অবশ্য যার যার সংশ্লিষ্ট খরচগুলো তার বহন করতে হবে।
।। উপরোক্ত সার্টিফিকেটগুলো ছাড়াও বিএসটিআই রেজিস্ট্রেশন এর জন্য আপনার অফিসের একটি ঠিকানা ও কিচেন বা এ ধরনের স্থাপনা প্রয়োজন হবে, আমরা সেটি তৈরি করতে একটি প্রজেক্ট হাতে নিয়েছি
।।উই তার উদ্যোক্তাদের জন্য স্বল্প ভাড়ার বিনিময়ে ঢাকায় একটি কো-অফিস স্পেস, ও উই লাউঞ্জ তৈরি করার কাজ হাতে নিয়েছে
।। চা উদ্যোক্তাদের রেজিস্ট্রেশন সহায়তার জন্য বাংলাদেশ চা বোর্ডের সাথে নির্দেশনা মূলক একটি ওয়ার্কসপ হবে।
।। উই অডিও ওয়ার্কসপ শুরু হতে যাচ্ছে ।
।। আইসিটি প্রতিমন্ত্রী ঘোষণা দিয়েছেন উই তার উদ্যোক্তাদের একটি ভার্চুয়াল কার্ড প্রদান করতে পারবে যেটাতে তারা প্রাতিষ্ঠানিক ই-কমার্স উদ্যোক্তা হিসেবে স্বীকৃতি পাবেন
।। তিনি উই উদ্যোক্তাদের অর্থ অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন
।। আমরা রপ্তানির দুটো পাইলট প্রজেক্ট অলরেডী শুরু করেছি
।। বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালা চলছে, চলবে
।। দেশের আই টি অঙ্গনের অন্যতম মিলন মেলা “ডিজিটাল বাংলাদেশ” এবার তাদের আয়োজনে উই র জন্য আলাদা জায়গা রেখেছে
এখন আমরা এই উপরোক্ত কাজগুলো যাদেরকে নিয়ে শুরু করব সেই ডাটাবেজতো আমাদের লাগবে।
তবে আপনারা কখনই ভাববেন না যে সাবস্ক্রাইবার হলেই আপনি উপরের সমস্ত কাজে অংশগ্রহণ গ্যারান্টিড হয়ে যাবেন। সাবস্ক্রাইবারদের ভেতর থেকে এসব কাজের জন্য যোগ্যতা অনুযায়ী বাছাই করা সহজ হবে।
বড় কথা হচ্ছে আপনি এখন আমাদের গ্রুপে যেসব কার্যক্রম চালাতে পারছেন সেটা আপনি সাবস্ক্রাইবার না হলেও চালিয়ে যেতে পারবেন যেমন পোস্ট করা, ব্র্যান্ডিং করা ইত্যাদি ।
তাই আমরা প্রথম ব্যাচে উইতে পাঁচ মাসের আগে যোগদান করা উদ্যোক্তাদেরকে গ্রহণ করব।
পরবর্তীতে ধাপে ধাপে সবার জন্য সুযোগ আসবে।
আপনারা নিচের ফর্ম ফিলাপ করার পর আমরা সেগুলো পর্যবেক্ষণ করে আপনাদেরকে জানাবো। আপনারা যদি সিলেক্ট হন তাহলে আপনাদের কে রবিবার জানানো হবে, তখন আপনারা ৩০০০ টাকা বিকাশ বা অ্যাকাউন্ট এ জমা দিবেন। আর এই প্রক্রিয়া সারা মাস ধরেই চলবে। তাই যাদের গ্রুপের বয়স ৪ মাস, তারা হতাশ হবেন না। ডিসেম্বরেই আপনারা ও হতে পারবেন সাবস্ক্রাইবার। যাদের বয়স ৩ মাস, তারা জানুয়ারী তে যোগ দিতে পারবেন।